শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা এসেছে রোববার (২১ সেপ্টেম্বর) কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য থেকে। প্রথমে কানাডা ঘোষণা দেয়। এরপর অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া কানাডার জন্য গর্বের বিষয়। আমরা শান্তিপূর্ণ সমাধান এবং ভবিষ্যতের অংশীদারিত্ব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
যুক্তরাজ্য, যা দীর্ঘদিন ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত, রাষ্ট্র স্বীকৃতি প্রদানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের পুনর্জীবনের সংকেত দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “এ সিদ্ধান্ত শান্তি ও স্থায়িত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই পদক্ষেপকে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, “এ ধরনের স্বীকৃতি সন্ত্রাসকে উৎসাহিত করবে।” অন্যদিকে, আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক চাপ ও আলোচনার নতুন দিক হিসেবে দেখছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এই স্বীকৃতি ফিলিস্তিনের বৈশ্বিক স্বীকৃতিকে শক্তিশালী করবে এবং ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা বৃদ্ধি করবে।
Leave a Reply