বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমিকার সঙ্গে বিয়ে না দেয়ায় কীটনাশক পানে আত্মহত্যা করেছেন এক অটোচালক।
মঙ্গলবার রাতে পৌর শহরের বড়গাছ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুল কাইয়ুম একই এলাকার মজম্মিল আলীর ছেলে। স্থানীয়রা জানায়, কয়েক বছর ধরে কাইয়ুমের সঙ্গে বাড়ির পাশের এক কিশোরীর প্রেম চলছিল। কিছুদিন আগে প্রেমিকাকে বিয়ে করবেন বলে স্বজনদের জানানো হয়।
কিন্তু স্বজনরা কাইয়ুমের কথা গুরুত্ব না দেয়ায় দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার রাতে কাইয়ুম কীটনাশক পান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply