সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ প্রজনন খাতে প্রাণীসম্পদের চিকিৎসায় উন্নয়নের ধারাকে একধাপ এগোতে পিএসটিইউ ভ্যাজাইনোসারভাইক্যাল ডিভাইস (চঝঞট-ঠঈউ) উদ্ভাবন করা হয়েছে। প্রাণী সম্পদের উপর গুরুত্ব দিয়ে বরিশালের বাবুগঞ্জস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন, সার্জারি এন্ড অবস্ট্রেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল নতুন গবেষনার মাধ্যমে ডিভাইসটি উদ্ভাবন করেছেন। ডিভাইসটির অনুমোদন দিয়েছে প্রবিপ্রবি’র রেজিষ্টার কার্যালয়।
সেমবার দুপুরে প্রবিপ্রবি এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বাবুগঞ্জ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে উদ্ভাবক সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল বলেন,বর্তমান চিকিৎসা পদ্ধতিতে গবাদি প্রাণীর প্রজননের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে হাতের সাহায্যে পশুর সারভিক্স এর অবস্থান জানতে হয়। দেখা যায় জরায়ু সমস্যার কারনে জন্ম কালিন সময় বা জন্ম পূর্ববর্তী এবং জন্ম পরবর্তী সময় নানা কারনে গবাদি পশু মারা যায়। ্এ ডিভাইসের সাহাজ্যে সনাতন পদ্ধতি পরিহার করে সহজেই সারভিক্সের অবস্থান নিখুত ভাবে জানা যাবে। যা কৃত্রিম প্রজননের সময় এআই গান প্রবেশে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।জরায়ু থেকে দূষিত পদার্থ অপসারণ করতে ডিভাইসটি সহায়তা করবে।
উদ্ভাবিত এ ডিভাইসটি এসএস (স্টেইনলেস পাইপ) দ্বারা তৈরি করা হয়েছে। আকার ভেদে (মাত্র২০০-৫০০) টাকায় ডিভাইসটি প্রস্তুত করায় উপকার ভোগীদের ক্রয় সিমার মধ্যে থাকবে।
সংবাদ সম্মেলনে ডিভাসিটির উপকারিতা ও সম্ভবনা বর্ননা করে বক্তব্য রাখেন, এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, মেডিসিন, সার্জারি এন্ড অবস্ট্রেটিক্স বিভাগের ডাঃ মোহাম্মদ আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মোঃ সেলিম আহাম্মেদ, অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ^াস, সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ লালমদ্দিন মোল্লা, প্রভাষক ডাঃ এসএম হানিফ, প্রভাষক দিপা রানী পাল প্রমুখ।
উলেখ্য ড. অসীত কুমার পাল বিভিন্ন প্রজেক্ট এর সাথে যুক্ত থেকে প্রানী সম্পদের উন্নয়নে নিরাবিচ্ছন্ন ভাবে প্রতিনিয়ত উদ্ভাবন মূলক কাজ করে যাচ্ছেন। এ ছাড়া ছাত্রজীবন থেকে তিনি নানা গবেষনা মূলক কার্যক্রমে অংশগ্রহন করেছেন।
Leave a Reply