শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রসব যন্ত্রণায় হাসপাতালের গেটের সামনে ছটফট করছিলেন এক গর্ভবতী নারী। স্বজন ও স্থানীয়দের শত অনুনয়-বিনয় এবং কান্নাকাটিতেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ওই নারীকে। নারীর বুকফাটা চিৎকারে জড়ো হতে থাকেন আশপাশের মানুষ। এক পর্যায়ে ক্ষুব্দ লোকজন হাসপাতালে গেটে তালা দিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।
আজ বুধবার সকালে এ ঘটনা ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর গুটিয়া ইন্টারন্যানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ভুক্তভোগী নারী টঙ্গীর গুটিয়া এলাকার দরিদ্র কৃষক সোহেল হোসেনের (২৮) স্ত্রী। বিক্ষোভ চলাকালে ওই নারী অচেতন হয়ে পড়লে অন্য একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে জমজ ছেলে সন্তান প্রসব করেন তিনি।
স্থানিয়া বাসিন্দা মো. লিটন জানান, গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে গত রবিবার থেকে করোনা পরীক্ষা হচ্ছে। সরকার নির্ধারিত ফি ৩ হাজার ৫০০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ৩ হাজার ৮০০ টাকা। হাসপাতালে করোনা পরীক্ষা করতে বাধ্য করার জন্যই দরিদ্র ওই প্রসূতির সাথে এমন অমানবিক আচরণ করা হয়েছে।
এ ব্যাপারে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার বলেন, ওই রোগী কয়েক দিন আগে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন। তখন করোনা পরীক্ষা করতে বলা হলেও করেননি। তিনি পরীক্ষা না করে হাসপাতালে আসায় ডাক্তার ও নার্সরা করোনা রোগী সেন্দেহে তাকে ভর্তি করাতে রাজি হননি। তাছাড়া এই রোগীর যে ধরণের সাপোর্ট প্রয়োজন, তাদের তখন তা ছিল না। করোনা টেস্টে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
Leave a Reply