শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে বোতলজাত আমের জুস খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।গত বুধবার রাত ৯টায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে এ ঘটনা ঘটে।পরের দিন বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অসুস্থ ব্যক্তিরা হলেন,মো.রনি হাওলাদার (২৪),তাঁর স্ত্রী হাসিনা বেগম (২০),রনির চাচা আইয়ুব আলী (৬০) ও চাচী নিলু আক্তার (৪৫)।হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগীরা জানায়,ঈদের রাতে পরিবারের সদস্যরা জুস খেতে চাইলে রনি বাড়ির পাশে একটি দোকান থেকে প্রমি কোম্পানীর ‘আমরস’ নামের এক বোতল জুস কিনে বাড়ি ফেরে।রাতের খাবার খাওয়ার পর পরিবারের চার সদস্য জুস খেয়ে ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালে ওই চার জনই অসুস্থ হয়ে পড়েন।হাসপাতালে অসুস্থ রনি বলেন,‘রাতে যারা জুস খেয়েছে সকালে ঘুম থেকে উঠে সবাই অসুস্থ অনুভব করে।সারা শরীর ঝিমঝিম ভাব হতে থাকে।বেলা বাড়ার সাথে সাথে প্রচন্ড বমি ও খিঁচুনি হতে থাকে।পরে পরিবারের অন্য সদস্যরা অসুস্থদের রাজাপুর হাসপাতালে এনে ভর্তি করেন।’অপর এক প্রশ্নের জবাবে রনি বলেন,‘জুস খাওয়া আগে মেয়াদ উত্তির্নের তারিখ দেখে নিয়েছি।বোতলের গায়ে প্রমি এগ্রো ফুডস্ লিমিটেড,গোবিন্দপুর,ময়নারটেক উত্তরা,ঢাকা,বাংলাদেশ লেখা রয়েছে এবং আগামী ১৯ সালের জুন মাস পর্যন্ত মেয়াদ লেখা ছিল।’এ বিষয়ে পবিরারের সবার সাথে আলোচনা করে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানায় রনি।রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মানিক হালদার বলেন,‘খাদ্যে বিষক্রিয়ার ফলে সবাই অসুস্থ হয়ে পড়েছেন।তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।সবাই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
Leave a Reply