শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জাতির আরাধ্য সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তারই তনয়া জননত্রেী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উচ্চ সম্মানের স্থানে অধিষ্ঠিত করেছেন।
নারী জাগরণের প্রথম সারির অগ্রদূত বেগম রোকেয়া ও সুফিয়া কামালদের স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন। বুধবার ৯ ডিসেম্বর বিকাল ৪ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলানায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, জয়িতা নাজনীন হক মিনু ও তাসলিমা বেগম প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন, তথ্য কর্মকর্তা মোঃ হাফিজ আল আসাদ, তথ্য আপা ফয়জুন নেছা খানম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন মোল্লা, প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহমেদ শাওন প্রমুখ। অনুষ্ঠানে ৫ জন জয়িতা নারীকে ক্রেষ্ট ও সনদ প্রদান করে সংবর্ধিত করা হয়।
Leave a Reply