বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বর্তমানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা চলছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার জন্য আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
সোমবার বিকেল ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পল্লীবেড়া গ্রামের দুইটি রাস্তা এইচবিবি করণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচনের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস বসু, কাউলীবেড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম দুদু মিয়াসহ উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply