বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। স্বাধীনতা এনে দিয়েছেন বাঙালি জাতিকে। দেশের কতিপয় কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তার সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র্যালিতে এসব কথা বলেন তিনি। এরপর বেলুন-ফেস্টুন অবমুক্ত ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
মেয়র বলেন, শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি পুরোনো সংগঠন। আমরা এই শক্তিশালী সংগঠনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি মো. শাহজাহান হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন, প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু পরিমল চন্দ্র দাশ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
Leave a Reply