বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, নদী তীরের বাসিন্দাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। বিশেষ করে তিনি ভাঙন কবলিত এলাকার মানুষদের নিয়ে বেশি মাত্রায় ভাবছেন। নদী ভাঙন থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ব্যাপক নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে দেশের নদীগুলোর অস্বাভাবিক ভাঙন রোধে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে বরিশালসহ কোথাও কোথাও কাজও শুরু হয়ে গেছে। আবার নতুন করে যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে, সেসব এলাকাও রক্ষার্থে ঈদের পরে উদ্যোগ নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন- বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বরিশাল বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার জুলফিকার হাওলাদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
Leave a Reply