শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হতে যাচ্ছে আগামীকাল ১ মার্চ, শুক্রবার।এই উপলক্ষে সারা দেশে জাতীয় ভোটার দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বিকেলে ইসি সচিব বলেন, কেন্দ্রীয়ভাবে আমরা নির্বাচন কমিশনেও দিবসটি পালনের জন্য কর্মসূচি হাতে নিয়েছি।
তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ আনুষ্ঠানিক ভাবে আগামীকাল থেকে শুরু হবে। কাল নতুন ৬ জন ভোটারকে জাতীয় পরিচয়পত্র দিয়ে এই কার্যক্রম শুরু হবে। তবে পুরো মার্চ মাস জুড়ে উপজেলা নির্বাচনের জন্য এপ্রিল মাস থেকে বিভিন্ন এলাকায় এই হালনাগাদের কাজ শুরু হবে।
Leave a Reply