রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুষ্টিয়ার দৌলতপুরে শিশুদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশের মধ্যে প্রতিপক্ষের হামলায় সরোমালি নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সরো মালি দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউপির আংদিয়া এলাকার হিরু মালির ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার(৭ জুলাই) দুপুরে ৬-৭ বছরের বাচ্চাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। পরে সেটা বড়দের জানালে তারা স্থানীয় মণ্ডল ও মাতুব্বদের নিয়ে সালিশ-বৈঠক বসে।
বুধবার(৮ জুলাই) সন্ধ্যায় সালিশ-বৈঠক চলাকালীন সময়ে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় প্রতিপক্ষ হামিদসহ বেশ কয়েকজন সরোমালিকে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।
দৌলতপুর থানার ওসি(তদন্ত) নিশিকান্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply