মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে পৃথক ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে দু’জন দুর্ঘটনায়, একজন আত্মহনন ও একজনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।বুধবার (৩ জুলাই) দিনের বিভিন্ন সময় এসব মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সকাল ৯টার দিকে বরিশাল নগরের কাউনিয়া স্কুল এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইকবাল বেপারী (৩৫) নামে একব্যক্তি।
ওই এলাকার চৌকিদার বাড়ির হেদায়েত মিয়ার বাসায় ভাড়া থাকতেন।মৃতের স্ত্রী রাজিয়া বেগম জানান, তার স্বামী ইকবাল কিডনি, লিভার, ডায়াবেটিস এবং টিবিসহ নানা রোগে ভুগছিলেন। রোগের চিকিৎসা করাতে গিয়ে কয়েক লাখ টাকার ঋণ করতে হয়েছে।
এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বুধবার সকালে বাসায় কেউ না থাকা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।এদিকে নগরের রুপাতলী এলাকায় সুফিয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার চান্দুর মার্কেট এলাকার মো. খলিল হাওলাদারের স্ত্রী।নিহতের ছেলে মো. শাহীন জানান, সকাল সাড়ে ১০টার দিকে তার মা হঠাৎ মাথা ঘুরে ঘরের মেঝেতে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া দুপুরে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের একটি ডোবা থেকে মোসলেম উদ্দিন (৫৫) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা করে থাকতে পারে।নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার (০২ জুলাই) বিকেলে ডোবায় মাছ ধরতে যান। কিন্তু এরপর থেকেই নিখোঁজ ছিলেন পেশায় ভ্যানচালক মোসলেম।
পরে সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভাসতে দেখা যায়।তাদের অভিযোগ, ভ্যানচালক মোসলেমকে হত্যা করা হয়ে থাকতে পারে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে।
এদিকে উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদিতে রাস্তা পারাপারের সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাগর আলী (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি ইচলাদি গ্রামে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, গৌরনদী আশোকাঠি থেকে রোগী নিয়ে ব্যক্তি মালিকানা অ্যাম্বুলেন্সটি শেবাচিম হাসপাতালে যাচ্ছিলো। পথিমধ্যে সাগর আলীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় অ্যাম্বুলেন্সটিকে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply