সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের এয়ারপোর্ট মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উজিরপুরের বাহেরঘাটের নয়াবাড়ি এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ এনায়েত হাওলাদার(৩০), ঢাকার -দক্ষিণ খানা দক্ষিণপাড়ার মৃত আঃ মতিনের ছেলে মোঃ সানাউল্লাহ ওরফে সামি(৩১)। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এয়ারপোর্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৫শ’ পিস ইয়াবা এনায়েত হাওলাদার, মোঃ সানাউল্লাহ ওরফে সামিকে আটক করা হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, মাদক উদ্ধারের ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। সেই মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার আসামিদের কোর্টে সোপর্দ করা হবে।
Leave a Reply