বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পুত্রবধূ জয়গন বেগমের বিষপানে আত্মহত্যার খবর শুনে মারা গেছেন শাশুড়ি নছিরন বিবি।
শনিবার রাতে নবাবপুর ইউপির কঠুরাকান্দি গ্রামে আত্মহত্যা করেন জয়গন বেগম। এর ২ ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নছিরন বিবি। জয়গন বেগম উপজেলার নবাবপুর ইউপির কঠুরাকান্দি গ্রামের ভাদু খার স্ত্রী।
নবাবপুর ইউপি সদস্য মাসুদ রানা জানান, মানসিক ভারসাম্য জয়গন বেগম শনিবার রাতে বিষপানে আত্মহত্যা করেন। এ খবর শুনেই মারা যান তার শাশুড়ি। পরিবারের অভিযোগ না থাকায় রোববার বিকেলে দুইজনের একই সঙ্গে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
Leave a Reply