রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে হঠাৎ করে বেড়ে গেছে করোনার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলার ৬টি উপজেলায় ২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্তদের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাও রয়েছেন। এর মধ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক, পিরোজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকোৗশলী, তথ্য অফিসের উপ-পরিচালক, নেছারাবাদের উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি সোহরাওয়ার্দী কলেজের ৮ জন শিক্ষককে করোনা শনাক্ত হয়েছেন।
করোনার এই তৃতীয় ঢেউয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮০জন। এরমধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরীক্ষার সুযোগ না থাকায় শনাক্তকৃত রোগীদের মধ্যে কেউ ওমিক্রন বা ডেল্টা ভাইরাসে আক্রান্ত আছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি বলেন, এই ভাইরাস দু’টি পরীক্ষার সুযোগ পিরোজপুরে না থাকায় নিশ্চিত করে বলা না গেলেও ওমিক্রন বা ডেল্টা আক্রান্ত ব্যক্তি যে পিরোজপুরে নেই এ কথা উড়িয়ে দেওয়া যাবে না।
জেলায় সর্বাধিক রোগীর সংখ্যা হচ্ছে- মঠবাড়িয়া উপজেলায় ৩৫ জন। এরপরে সদর উপজেলায় ২৯ জন। শুরু থেকে এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৩৮০জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সময় মোট মৃতের সংখ্যা ৮৩ জন। তবে তৃতীয় ঢেউয়ের এ যাত্রায় কোনো মৃত্যুর খবর নেই।
সিভিল সার্জন আরও জানান, পিরোজপুর জেলায় স্বাস্থ্য বিভাগের কাছে ৪ হাজার ৫০০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। যার মধ্যে জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইনে ১৩৭ মিটার ক্যাপাসিটি রয়েছে। জেলা হাসপাতালে মোটামুটি করোনার চিকিৎসার ব্যবস্থা রয়েছে, আইসিইউ ব্যবস্থা ছাড়াই পিরোজপুরে হাসপাতালে করোনার চিকিৎসা করা হয়।
এদিকে, তৃতীয় দফায় করোনা প্রতিরোধে পিরোজপুরে মাস্ক পড়াসহ সতর্কতামূলক প্রচারণা নেই বললেই চলে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে তেমন কোনো সচেতনতাভাব পরিলক্ষিত হচ্ছে না। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সভা, রাজনৈতিক দলের সভা সমাবেশ, মিছিল, বিয়েসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক লোকের সমাবেশ হচ্ছে। এসব অনুষ্ঠানেও স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না।
Leave a Reply