রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার সেই ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলেজ গভর্নিং বডি থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বরিশাল অঞ্চলিক শাখা থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) তদন্ত কর্মকর্তা অধ্যক্ষ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যক্ষ গোলাম মোস্তফা জানায়, কলেজ গভর্নিং বডির এক জরুরী সভায় শিক্ষানুরাগী সদস্য আবু মোতালেব মধুকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে কলেজ গভর্নিং বডির সভাপতি বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বরিশাল অঞ্চলের উপ পরিচালক তদন্ত প্রতিবেদন চেয়ে ১৯ আগস্ট একটি চিঠি ইস্যু করেন। মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা বরাবর ওই চিঠিতে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে অধ্যক্ষের ওপর হামলা মামলার একমাত্র আসামি অফিস সহকারী ফরিদা ইয়াসমিন বিজ্ঞ আদালত থেকে জামিন পেয়েছেন বলে জানা গেছে।
রবিবার পিরোজপুর জেলা জজ আদালত থেকে জামিন পান তিনি। তবে কলেজ কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।
Leave a Reply