সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যা নদীতে চলছে দখলের মহোৎসব। এতে নদীটি নীরবে মরতে বসেছে। নদীর সঙ্গে সঙ্গে ভূমিদস্যুরা গিলে খাচ্ছে স্থানীয়দের বসতভিটাও।
স্বরূপকাঠি উপজেলা মূলত ব্যবসা-বাণিজ্যের জন্য অনেক আগে থেকেই প্রসিদ্ধ। এতে নতুন মাত্রা যোগ হয়েছে বিসিক শিল্প নগরী। বছরের পর বছর ধরে উপজেলার জগৎপট্টি, ইন্দেরহাট, মিয়ারহাট, বরচাকাঠি, জগন্নাতকাঠি বন্দরসহ বেশ কিছু এলাকাজুড়ে চলছে সন্ধ্যা নদী দখল বাণিজ্য।
নদী দখল করে গড়ে উঠেছে বেশ কয়েকটি ডকইয়ার্ড, বহুতল ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ অসংখ্য দোকান-পাট। কেউ প্রতিবাদ করতে এলে দখলদারদের পেটে যাচ্ছে তাদের বসতভিটাও। প্রাণের ঝুঁকি তো থাকছেই। এছাড়া একের পর এক মামলা দিয়ে করা হচ্ছে হয়রানি।
স্থানীয়দের অভিযোগ, পটুয়াখালী থেকে আসা গফফার মৃধার ছালেহিয়া ডকইয়ার্ডসহ বেশ কয়েকটি ডক ইয়ার্ডদের বিরুদ্ধে যাদের দখলে সন্ধ্যা নদীর তীরের অধিকাংশ।
স্থানীয়রা জানায়, ২০১৫ সালে পটুয়াখালী থেকে আসা গফফার মৃধার ছালেহিয়া ডকইয়ার্ডকে পাঁচ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদফতর। এতেও তোয়াক্কা করেননি গফফার মৃধা।
এরপর আর এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে তেমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি পরিবেশ অধিদফতর। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ডক ইয়ার্ড মালিকদের কেউ। এদিকে দখলকারদের তালিকা করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরূপকাঠির ইউএনও মো. মোশারেফ হোসেন।
Leave a Reply