সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদারের দুটি আপত্তিকর ভিডিও, একটি ছবি ও একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে পুরো জেলায় সমালোচনা চলছে।
অভিযুক্ত আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার ওই উপজেলার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের আশ্রাব আলী তালুকদারের ছেলে। তার বাবা একজন তালিকাভুক্ত রাজাকার ছিলেন বলে জানিয়েছেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ শিকদার।
জানা গেছে, এক সপ্তাহ ধরে ফেসবুক ও মেসেঞ্জারে ঘুরে বেড়াচ্ছে জাপা নেতা উজ্জ্বল তালুকদারের এসব অডিও-ভিডিও। এছাড়া একটি ছবিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে একটি কক্ষে বোরকা পরা এক নারীর সামনে বিবস্ত্র অবস্থায় দেখা গেছে।
এ বিষয়ে জাপা নেতা আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যম কর্মী পরিচয় পেয়ে কল কেটে দেন। এরপর একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, এমন ভিডিও প্রকাশের বিষয়ে শুনেছি। কিন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply