রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি। আজ বুধবার বিকেলে ডাকঘর সড়কে জেলা বিএনপির অফিস চত্ত্বরে সমাবেশ করে তারা। সমাবেশে যোগদানকালে পুলিশের লাঠিচার্জে ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ বিএনপির।
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস জাহান শিরিন। বক্তারা টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারণের কাছে পণ্য সরবরাহের দাবি জানায়।
শিরিন বলেন, ‘সরকার আজ দেশে লুট-পাট ও বিরোধী মতাদর্শদের ওপর দমন নীতি চালিয়ে ক্ষমতা দখল করে আছে। দেশটি আজ লুট-পাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। পুলিশ দিয়ে বিরোধীদের হয়রানি করাসহ তাদের ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালানো হচ্ছে। সারা দেশ আজ সরকারের বিরুদ্ধে সকলে ফুঁসে উঠেছে। সরকার দলের নেতা-কর্মীরা ছাড়া দেশের কেউ আজ ভালো নেই।
এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে যোগদানকালে শহরের বিভিন্ন স্পটে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মী পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
Leave a Reply