রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণে ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমড়াগাছিয়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৭শ’ ৩৩ জন দুস্থদের জন্য জনপ্রতি ১৫কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায় কার্ডপ্রতি ১৫ কেজির পরিবর্তে ৮/১০কেজি চাল দেয়া হচ্ছে। এ সময় ৭নং ওয়ার্ডের দুলিয়া বেগমের”সহ কয়েকজনের চাল অন্যত্র নিয়ে ওজন করে দেখা গেছে ওই চালে ১৫ কেজির স্থলে ৮/১০কেজি চাল দেয়া হয়েছে। অভিযোগকারীরা জানান, ‘আমাদের চাউল মাইপ্পা দেয় নাই। একটা বালতি ভইরা চাউল দিয়া দেছে।’ জানা যায়, কার্ডপ্রতি ১০কেজি হিসেবে ৩হাজার ৬শ’ ৬৫কেজি চাল কম দেয়া হয়েছে।
যার আনুমানিক বাজার মূল্য ১লাখ ২৮হাজার ২৭৫শ’ টাকা। চাল কম দেয়ার ব্যাপারে জানতে চাইলে, ৭নং উত্তার সোনাখালী ওয়ার্ডের মেম্বার মঞ্জু মুন্সী বলেন, তিনি উত্তেজিত হয়ে বলেন, ৫০জনের জায়গা ৮০জনকে চাল দি তাই সমন্বয় করতে ওজনে ৪/৩ কেজি কম দি , তাতে আমাদের কি দোশ ? এ ব্যাপারে ৮নং আমড়াগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফরাজির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অসুস্থ, চাল মেম্বারা দিছে তারা জানে।
Leave a Reply