রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাল্যবিয়ের আয়োজনে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিয়ে বাড়িতে হাজির হয়। এ সময় বরযাত্রীরা টেবিলে খাবার ফেলে পালিয়ে যায়। আজ শুক্রবার দুপুরে উপজেলার বেতমোড় রাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে বাদশা হাওলাদার নামে প্রবাসী এক তরুণের সঙ্গে বেতমোড় ইউনিয়নের রাজপাপড়া গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। প্রবাসী ওই বরের সঙ্গে মোবাইলে ওই কিশোরীর বিয়ে হওয়ার কথা। পুলিশ গোপনে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে বিয়ে বাড়িতে উপস্থিত হয়। এসময় বরযাত্রীদের খাওয়া-দাওয়ার প্রস্তুতি চলছিল। পুলিশ দেখে বর পক্ষের লোকজন টেবিলে খাবার ফেলে দৌড়ে পালিয়ে যায়।
এ সময় কনে পক্ষের কাছ থেকে ওই কিশোরী প্রাপ্তবয়স্ক না হলে এ বিয়ে দিবে না মর্মে লিখিত মুচলেকা নিয়ে বিয়ের আয়োজন পণ্ড করে দেয় পুলিশ।
মঠবাড়িয়া থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জন্মসনদ অনুযায়ী স্কুল পড়ুয়া ওই কিশোরীর বয়স মাত্র ১৪ বছর। সে অষ্টম শ্রেণির ছাত্রী। এ বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে পণ্ড করে দিয়েছে।
Leave a Reply