শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হেরোইন রাখার অভিযোগে দায়ের করা মামলায় মাদক কারবারি নাসির উদ্দিন ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। রোববার বিকেলে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নাসির পিরোজপুরের মানিকখালি গ্রামের সোলায়মান ফকিরের ছেলে।
বেঞ্চ সহকারি হুমায়ুন কবির জানান, ২০১৬ সালের ২৩ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মিলন বিশ্বাস নগরীর নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮ গ্রাম হেরোইনসহ নাসিরকে আটক করে মামলা দায়ের করেন।
ওই বছরের ফেব্রুয়ারি মাসে তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই বৈচি বিশ্বাস একমাত্র নাসিরকে অভিযুক্ত করে মামলার চার্জশীট জমা দেন। ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।
Leave a Reply