শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, পিআর পদ্ধতি বর্তমানে সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নেই। তাই আইন ও সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে এ পদ্ধতি বাস্তবায়ন করা অসম্ভব।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের হাতে যে আইনি কাঠামো আছে, তার মধ্যে পিআরের কোনো স্থান নেই। আরপিও বা সংবিধান বদলানো ছাড়া পিআর চালু করা সম্ভব নয়। কিন্তু নির্বাচন কমিশনের এখতিয়ার আইন বদলানো নয়।”
তিনি বলেন, “যদি রাজনৈতিক দলগুলো পিআর চান, তবে তা নিয়ে তাদেরই সিদ্ধান্তে আসতে হবে। আমরা কেবল আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করব।”
ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে ভোট আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “সেটা তো আইন বদলাইতে হবে, সংবিধানও বদলাতে হবে। আর এ ধরনের পরিবর্তন আমাদের করার ক্ষমতা নেই।”
সিইসি মনে করেন, রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে এলে অনেক বিভ্রান্তি কেটে যাবে। “রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে আসে, তখনই বোঝা যাবে বাস্তবতা কী,” বলেন তিনি।
Leave a Reply