বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে গৃহীত কর্মসূচি ‘সামাজিক দূরত্ব বজায় রাখার বিধান’ কেউ মানছেন না। বিভিন্ন এলাকা থেকে লোকজন ছোট ছোট যানবাহন করে, পায়ে হেঁটে রাজধানী ঢাকার দিকে যাচ্ছেন হাজার হাজার গার্মেন্টস শ্রমিক।
তারা জানায়, ৫ তারিখ থেকে গার্মেন্টস খুলবে। আগেই ঢাকায় যেতে গার্মেন্টস থেকে বলা হয়েছে। সে কারণে করোনার ভয় নিয়ে কষ্ট করেই রওনা হয়েছেন তারা। যেতে না পারলে চাকরি চলে যাবে বলে জানান তারা। পুলিশ জানায়, শুক্রবার (০৩ এপ্রিল) সকাল থেকেই হাজার হাজার মানুষ স্রোতের মতো ঢাকার দিকে যাচ্ছে। যানবাহন না পেয়ে হেঁটেই যাচ্ছেন তারা।
Leave a Reply