পায়রায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত আরও ৬৬৬ পরিবারের সদস্যদের দক্ষতার উন্নয়নে প্রশিক্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




পায়রায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত আরও ৬৬৬ পরিবারের সদস্যদের দক্ষতার উন্নয়নে প্রশিক্ষণ

পায়রায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত আরও ৬৬৬ পরিবারের সদস্যদের দক্ষতার উন্নয়নে প্রশিক্ষণ




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পায়রায় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের আরও ৬৬৬ পরিবারের সদস্যদের ২০১৯-২০২০ অর্থবছরের কারিগরী বিষয়ক ২য় পর্বের প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় লালুয়া হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ন পরিচালক (উপসচিব) খন্দকার নূরুল হক। স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা ডরপ এর টীম লিডার জেবা আফরোজ। অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, পটুয়াখালী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) গোকুল চন্দ্র কবিরাজ, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ^াস, প্রধান শিক্ষক রেজউল করিম, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।

জানা গেছে, কারিগরী ও জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বেসিক কম্পিউটার, গাড়ী চালক, রাজমিস্ত্রি, পোষাক তৈরি, ওয়েল্ডিং, ছাগল পালন, গরু মোটাতাজাকরন, ব্রয়লার, ককরেল ও টার্কি পালন, মৎস্য চাষ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য আহরণ, উন্নত প্রযুক্তিতে হাঁস-মুরগীর খাদ্য তৈরি, উন্নত প্রযুক্তি ব্যবহার পূর্বক গাভী পালনসহ এসব ট্রেডে ২৬টি ব্যাচে ৬৬৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। যা উদ্বোধন করা হলো। ইতিপূর্বে প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত পরিবারের ১১৩৪ জনকে ১০টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ছয় মাস, তিন মাস, এক মাস ও ২১ দিন মেয়াদী এসব প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মাধ্যমে সরকার পায়রা বন্দরের জন্য অধিগ্রহণের জমিহারা পরিবারের প্রত্যেককে, আনুমানিক ৪২০০ পরিবারকে ঘরবাড়ি, ক্ষতিপুরনের টাকা ছাড়াও প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। যার দ্বিতীয় ধাপের শুরু হলো। পায়রা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র ডরপ এ প্রশিক্ষন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রথম ধাপের প্রশিক্ষিত অনেকে পেয়েছেন কর্মসংস্থান। এ প্রশিক্ষণ কার্যক্রমের সুবিধা পেয়ে অংশগ্রহণকারী নারী-পুরুষ স্বস্তিবোধ করছেন। প্রশিক্ষণ কালীন এসব প্রশিক্ষণার্থী সম্মানি ভাতা প্রাপ্ত হবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD