বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউপির শ্রীনিবাসদি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সুমাইয়া শ্রীনিবাসদি এলাকার মালয়েশিয়া প্রবাসী কাউসারের মেয়ে এবং একই এলাকার বাসেদের মেয়ে আরিফা। সুমাইয়া স্থানীয় সানমুন কিন্ডার গার্টেনের নার্সারি বিভাগের ছাত্রী ও আরিফা শ্রীনিবাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, দুপুরে সুমাইয়া ও আরিফা এক সঙ্গে বাড়ির পাশে একটি ডোবায় গোসল করতে যায়। পরে সেখানে ডুবেই দুইজনের মৃত্যু হয়। জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল জানান, এলাকাবাসী শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল।
Leave a Reply