মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় একটি মসজিদের মুসুল্লিদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় ১৩ জন মুসুল্লি আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর রাসেল এবং ছাব্বিরকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামে মুসুল্লী বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মসজিদের মুসুল্লি লোকমান হোসেন জানান, হানিফা নামের এক জেলে বৃহস্পতিবার রাতে বিলে মাছ ধরার জন্য জাল পাতে। ওই জাল একলাস হাওলাদার এবং জাফর বিশ্বাস রাতে চুরি করে নিয়ে যায়। এ নিয়ে শুক্রবার সকালে হানিফ এবং একলাসের সাথে বাকবিতন্ডা হয়। পরের শুক্রবার রাতে হানিফা মসজিদে নামাজ পড়তে গেলে একলাস, জাফর ও জাকির বিশ্বাস মসজিদে গিয়ে নামাজ পড়া অবস্থায় হানিফাকে মারধর শুরু করে। এসময় মুসুল্লিরা প্রতিবাদ করতে গেলে তাদেরকেও মারধর করে সন্ত্রাসীরা। আহতরা হলেন, ইলিয়াচ মুন্সী, হানিফা, রাসেদ, ছোবাহান, এমাদুল, রাসেল, মুসা, মজিবর, নবী হোসেন, আম্বিয়া ও শাহেনুর।
স্থানীয়রা জানান, জাকির বিশ্বাস সাগরের একজন নিয়মিত জলদস্যু বাহিনীর ক্যাশিয়ার হিসাবে কাজ করত। র্যাবের তালিকায় তার নাম রয়েছে। সাগরে জলদস্যুতা বন্ধ হওয়ার পর সে এলাকায় সন্ত্রাসী চাদাঁবাজি করছেন। তার বিরুদ্ধে থানায় একাধীক মামলা রয়েছে। পাথরঘাটা থানার ওসি মোঃ শাহাবদ্দিন জানিয়েছেন, মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আজ (শনিবার) সকালে দক্ষিন চরদুয়ানী গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি প্রস্ততি নিচ্ছিল। এমন সময় পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাঠিচার্জ করে লোকজন ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য উভয় পক্ষের ৫ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে গেলে আইনের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করা হবে।
Leave a Reply