মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় ছয় কেজি গাঁজাসহ তাছলিমা (৪০) নামের এক গৃহবধুকে আটক করেছে বরগুনা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টার দিকে আটককৃতকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়। উপজেলার কাকচিড়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার তার নিজ বাড়ি থেকে সোমবার সকাল ৮টার দিকে গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত তাছলিমা ওই এলাকার ছগির হোসেনের স্ত্রী। আটকের সময় তাছলিমার স্বামী ছগির হোসেন আসন্ন বিপদ টের পেয়ে পালিয়ে যান।
বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কিছু লোক মাদকদ্রব্য বেচা-কেনা করছে। তারপর ছগির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের খাটের নিচে থেকে ছ্য় কেজি গাঁজাসহ তাছলিমা বেগমকে আটক করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে পৌছনোর আগেই ছগির হোসেন পালিয়ে যান।
পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হবে।
Leave a Reply