মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১০ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ধরা পড়েছে ২৮ কেজি ও ২২ কেজি ওজনের দুটি কোরাল মাছ। প্রতি কেজি ১১০০ টাকা করে মাছ দুটি বিক্রি হয়েছে ৫৫ হাজার টাকায়।
শনিবার বিকেলে পাথরঘাটা বাজারে মাছ দুটি বিক্রি করেন ফোরকান নামে এক ব্যবসায়ী। এর আগে, একইদিন সকালে জেলেদের জালে ধরা পড়ে বিলুপ্তপ্রায় প্রজাতির কোরাল মাছ।
ফোরকান জানান, বলেশ্বর নদীতে জেলেদের জালে কোরাল মাছ দুটি ধরা পড়ে। এরপর তিনি রহিতা বাজার থেকে দুটি মাছ কিনে পাথরঘাটা বাজারে নিয়ে যান। সেখানে ১১০০ টাকা কেজি দরে ৫৫ হাজার টাকায় বিক্রি হয় বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ দুটি।
উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার জানান, এত বড় মাছ এ এলাকায় অনেক বছর ধরা পড়েনি। বিগত কয়েক বছরে কোরাল মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে।
সম্প্রতি বিশাল দুটি কোরাল মাছ ধরা পড়ায় স্থানীয়দের মাঝে উৎসাহ ছড়িয়ে পড়ে। সবাই মাছ দুটি দেখতে পাথরঘাটা বাজারে ভিড় করে।
Leave a Reply