মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদারীপুরের রাজৈরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সোমবার (২২ জুন) রাতে উপজেলার ইশিবপুর ইউপির বালিয়ার বিলের শাখারপাড় ব্রিজে ইকবাল মোল্লা নামে ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনায় বুধবার নিহতের ভাই মঞ্জু মোল্লা বাদী হয়ে ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন রাতে টেকেরহাট বন্দরে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন, আজাদ মোল্লা উপজেলার শাখারপাড় গ্রামের মর্তুজা মোল্লার ছেলে ও খোকন হাওলাদার মহেন্দ্রদী গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে। তাদের পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
পুলিশ তাদের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি শ্যান-দা, রশি ও একটি টর্চ লাইটসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে। পরে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য মাদারীপুর আদালতে পাঠানো হয়।
বৃহস্পতিবার বিকেলে জেলা এসপি এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আজাদ মোল্লার থেকে ৭০ হাজার টাকা পাওনা ছিল ইকবাল মোল্লার। উক্ত টাকা চাওয়ায় দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে আজাদ, খোকন ও তাদের সহযোগিদের নিয়ে ইকবাল মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বদরপাশা ইউপির উমারখালী গ্রামের সুন্দর মোল্যার ছেলে ইকবাল মোল্যা ভাড়ায় মোটরসাইকেল চালাতেন এবং গ্রামপর্যায়ে সুদের ব্যবসা করতেন।
Leave a Reply