শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশালে পাঁচ দফা দাবীতে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সরকারি কর্মচারী। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বরিশাল জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলার সভাপতি মোহাম্মদ মানিক মৃধা। এছাড়া প্রধান অতিথি হিসেবে কক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন আনু।
বাবিগুলো হলো- টাইমস্কেল, সিলেকশন গ্রেড পূনর্বহাল, সচিবালয়ের ন্যায় পদবী পরিবর্তন, সরকারী দপ্তরে কার্য ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী এবং আউটসোসিং এর মাধ্যমে নিয়োগকৃত জনবলের নিয়মিত করণ, ১৯৭৩ সালে ন্যায় ১০টি বেতন স্কেল চালু, পেনশন গ্রাজুয়েটির হার ১ টাকায় ৫শত টাকা নির্ধারণ, নিয়োগের ক্ষেত্রে রেল ও প্রাথমিক শিক্ষকদের ন্যায় কর্মচারীর পোষ্যদের ৪০% কোঠা সংরক্ষণ ও পেনশনে যাওয়ার কর্মচারীদের পেনশনের টাকা থেকে ৫০ শতাংশ টাকা সরকারি তহবিলে রাখার নীতিমালা বাতিল করে পূর্বের ন্যায় ১০০% পেনশন প্রদান।
এসব দাবির বিভিন্ন যৌক্তিগতা তুলে ধরে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন- ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় ও বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃধা মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল গফফার, জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ফরিদ আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী এম.এ শুক্কুর, প্রাথমিক শিক্ষা অফিসের স্টাফ আবুল কালাম আজাদ, বরিশাল জেলার নাজির মোঃ হাবিবুর রহমান, কর্মচারী সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোঃ কায়সার ফরাজী, এ.টি. এম দুলাল, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম প্রমুখ।
অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস নিকট হস্তান্তর করেন আন্দোলনকারীরা।
Leave a Reply