রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, প্রধানমন্ত্রী আমাদের দারিদ্র সীমায় বাস করা মানুষগুলোকে উপরে নিয়ে আসার জন্য কাজ করছে আপনাদেরকে সাথে নিয়ে। কারো কাজের দিকে না তাকিয়ে নিজের শক্তিকে ভাল কাজে লাগালে সহজেই দারিদ্রতা দূর করা সম্ভব। এসময় তিনি ব্র্যাকের সহায়তায় অতি দারিদ্র থেকে স্বাভলম্বি হওয়া উঠান বৈঠকে মহিলাদের বলেন শুধু খেয়াল রাখবেন আপনার সংসারে স্বামী-সন্তান সহ কেহ যেন মাদকাশক্তিতে জড়িয়ে না পড়ে। সেদিকে লক্ষ রাখতে হবে, তাহলে সেই সংসারে সুখ-শান্তি থাকতে পারে না। পাশাপাশি কোন প্রকার আপনারা সন্তানদের বাল্য বিবাহ দেবেন না। যেখানে বাল্য বিবাহ দেখবেন সেখানেই প্রতিরোধ করবেন এগিয়ে আসার জন্য আহবান জানান।
অন্যদিকে দেশ জুড়ে অতি দারিদ্র নিরসনে ব্র্যাকের কার্যক্রমে প্রশংসা করে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান আরো বলেন আমাদের প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে সরকারের পাশাপাশি ব্র্যাকের আলট্রা-পুওর গ্যাজুয়েশন প্রোগ্রামের মাধ্যমে দারিদ্র বিমোচনে দেশের জন্য এক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার (১৭ই) অক্টোবর দুপুরে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দপট্টি এলাকায় ব্র্যাকের আয়োজনে এক উঠান বৈঠকে উক্ত গ্রামের মহিলারা ব্র্যাকের সহায়তায় গবাদী পশু পেয়ে অতি দারিদ্র থেকে স্বাবলম্ভি হওয়া মহিলাদের সাথে প্রানবন্ত কথা বলেন এবং সে সময় তিনি মহিলাদের গবাদী পশুর খামারগুলো পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আরোয়ার হোসেন,যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক শোয়েব ফারুক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, বরিশাল জেলা ব্র্যাক প্রতিনিধি রিপন চন্দ্র মন্ডল, জোনাল ম্যানেজার আলট্রা-পুওর গ্যাজুয়েশন প্রোগ্রাম মোঃ খাইরুল ইসলাম।
ব্র্যাকের কর্মকর্তারা জেলা প্রশাসককে অবহিত করে বলেন জাতীসংঘ এবছরে দারিদ্র বিমোচন দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে পরিবার শিশু, ও সমাজের ক্ষমতায়ন, সকলের অংশগ্রহনে দারিদ্র বিমোচন। তারই ধারাবাহিকতায় বরিশাল ব্র্যাকের আলট্রা পুওর গ্যাজুয়েশন প্রোগামের মাধ্যমে বরিশাল জেলা সহ ৪৩টি জেলায় জেলা প্রশাসনের সহযোগীতায় কার্যক্রম অব্যাহত রয়েছে।
২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত জেলায় আলট্রা-পুওর গ্যাজুয়েশনের মাধ্যমে ১৬ হাজার ৩ শত ৪৭ টি অতি দারিদ্র পরিবার ব্র্যাকের কর্মকর্তারা দারিদ্র দূরিকরনের কাজ করছে। এছাড়া ২০১৯ সালে জেলার আরো ৭ টি উপজেলার ২ হাজার ৪ শত ১৭টি অতি দরিদ্র পরিবার ব্র্যাকের এই কর্মসূচিতে অংশ গ্রহন করেছে।
Leave a Reply