বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশালের বহিঃস্থ ক্যাম্পাসে মোবাইল চোরকে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের মূল ভবন থেকে মোবাইল চুরি করে পালানোর সময় চোর ধরা পড়ে। এ সময় অধিকাংশ শিক্ষার্থীদের ক্লাস থাকায় লোকটি হলের বিভিন্ন বিল্ডিং এ ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে হলের একটি রুম থেকে তিনটি মোবাইল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পিছনের দেয়াল টপকিয়ে ক্যাম্পাসের বাইরে বের হয়। এমন সময় সন্দেহবশত হলে থাকা শিক্ষার্থীরা দৌড়ে তাকে ধরলে তার পকেটে নিজেদের মোবাইল দেখতে পায়। এমন সময় শিক্ষার্থীরা গণধোলাই দিয়ে ক্যাম্পাসে নিয়ে আসে। মুহূর্তের মধ্যেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিক্ষকরা এসে পুলিশকে খবর দেয় এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়।
এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ি তা ভাবতেও অবাক লাগে। আমাদের বহিঃস্থ ক্যাম্পাস হওয়ায় সবসময়ই অবহেলিত হতে হয়। নেই কোনো সুযোগ সুবিধা। এখানে হলে কোনো গার্ড নেই এবং নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। মেইন গেটে আনসার সদস্য থাকলেও যে কোনো দিকের সীমানা প্রাচীর দিয়ে সহজেই ক্যাম্পাসে প্রবেশ করা যায়।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘গত দুই দিন আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ক্যাম্পাসের সামনের রাস্তা থেকে স্থানীয় কিছু লোক এক ছাত্রকে ছুরি ধরে মোবাইল ছিনতাই করে। এমন নিরাপত্তাহীনতায় প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন একত্রিত হয়ে সমস্যাগুলোর সমাধান করা প্রয়োজন।
প্রসঙ্গত, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইটি ক্যাম্পাস। মূল ক্যাম্পাসটি পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় এবং বহিঃস্থ ক্যাম্পাসটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। অবকাঠামোগত দিক থেকে শুরু করে প্রতিটি দিকেই বহিঃস্থ ক্যাম্পাসের শিক্ষার্থীরা অবহেলিত। এখানে নেই কোনো পাকা রাস্তা, সিসি ক্যামেরা এবং নামমাত্র সীমানা প্রাচীর থাকলেও খুব সহজেই প্রাচীর টপকিয়ে ভেতরে-বাইরে যাওয়া-আসা করা যায়।
Leave a Reply