রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
মোঃ আমিন হোসেন (নলছিটি প্রতিনিধি) :নলছিটির একদা তরুণ সমাজ একটি সামাজিক যোগাযোগের মাধ্যম গ্রুভ (মায়াজাল) এর পহ্ম থেকে কিছু পথ শিশু ও এতিমদের মাঝে পবিত্র কোরআন ও কিছু পোষাক দান করে আজ, বেলা ১০ হতে বেলা ১২ টা পর্যন্ত।
শহরের বেশ কিছু জায়গায় তারা খোজ খবর নিয়ে সঠিক ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে,এ সময় গ্রুভ কে কেন্দ্র করে নবীন এই গ্রুভ এর হেড এডিমন আরিয়ান লিমন হোসেন বলেন যে আমরা সবাই ঈদে নতুন পোষাক পরে থাকি তাই আমাদের মত সবারই নতুন পোষাক পরার ইচ্ছা থাকে,কিন্তু ইচ্ছা থাকা স্বত্বেও ত সবাই আর সবার ইচ্ছা পূরণ করে পারে যারা এই রকম পথশিশু যাদের পরিচয় টা তারা নিজেরাই জানে না
তাই ভিন্ন রূপী আমি এই পরিকল্পনা করে খুব অল্প সময় এর মধ্যে মাএ ২৫ জন শিশুর ব্যবস্থা করতে সহ্মম হই।আর এর সম্পর্ণ অবদান রাখে একটা পজিটিভ বুদ্ধি যেটাকে যদি সব মানুষ এরকমভাবে ভালো কাজে ব্যবহার করে (সামাজিক যোগাযোগ মাধ্যম), এ সময় উপস্থিত ছিলো নবীন মায়াজাল এর ঘূড়ি গ্রুভ এর সদ্যসরা।
এসময় তারা উপস্থিত জনসমূর্খ্যে দোয়া চাইছে ভবিষ্যতে তাদের পরিকল্পনা আরও বড়, সেই প্রত্যাশায় জানি কাজ করতে পারে।
ঈদ মানে খুশী ঈদ মানে আনন্দ সেই আনন্দ উপভোগ করা সবার জন্য উন্মুক্ত সেই জন্যই এই কর্মসূচি।
Leave a Reply