বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে দুর্ধর্ষ ডাকাত মহসিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কামাল রাড়ীকে (৫২) আটক করা হয়েছে। বাউফলের তেঁতুলিয়া নদীতে ডাকাতির সময় ৭ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৮-১০ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল তেঁতুলিয়া নদীর মিয়ার চরের মোহনা সুমন সাজ্জাল নামে এক জেলের নৌকায় ডাকাতির সময় ফিরোজ গাজীসহ কয়েক জেলে প্রতিরোধ গড়ে তোলেন। এসময় বৈঠার আঘাতে কামাল রাড়ী নামের এক ডাকাত অস্ত্রসহ নদীতে পরে যায়। তখন অবস্থা বেগতিক দেখে অন্যান্য ডাকাতরা ট্রলারযোগে পালিয়ে যায়। পরে জেলেরা ৭ রাউন্ড সর্ট গানের গুলিসহ কামাল রাড়ীকে আটক করে কালিশুরী আরআরএফ পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। এ ঘটনায় বাউফল থানায় একটি ডাকাতি মামলা রজু করা হয়েছে।
আটক কামাল রাড়ী ভোলা সদর উপজেলার বালিয়া গ্রামের মৃত মোখলেছ রাড়ীর ছেলে। তার নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতি, অস্ত্র ও চুরি মামলা রয়েছে। কামাল রাড়ী দুর্ধর্ষ ডাকাত মহসিন বাহিনীর সেকেন্ট ইন কমান্ড হিসাবে দায়িত্ব পালন করে আসছিল।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আটক কামাল রাড়ী দীর্ঘ দিন ধরে বাউফলের তেঁতুলীয়া নদীতে ডাকাতি করে আসছিল। তার বাহিনী নৌ- যাত্রীদের সর্বস্ব লুট করে নিত।
Leave a Reply