বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী জেলার সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়ন থেকে মোসাঃ মিতু আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশসোমবার আনুমানিক সকাল ১১ টার সময় লাশটি উদ্ধার করা হয়।জৈনকাঠী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃতের স্বজন মোঃ নয়ন জানান, ১ বছর কয়েক মাস আগে তার বোন মিতুর বিয়ে হয় ৪ নম্বর ওয়ার্ডের ম্যারোয়ান বাড়ির মোঃ রশিদ ম্যরোয়ানের ছেলে মোঃ রফিকুল ইসলামের সাথে।
বিয়ের পর থেকে যৌতুকের ৩০ হাজার টাকার দাবিতে প্রায়ই নির্যাতন করা হতো মিতুকে। এ কারণে মিতু তার বাবার বাড়ি চলে আসে। স্বামী রফিকুল চলে যায় ঢাকায়। করোনা পরিস্থিতি শুরুর পর মিতুর স্বামী ঢাকা থেকে পটুয়াখালী চলে আসে। এরপর তার বোনকে শ্বশুর বাড়ি নিয়ে যায় রফিকুল। এরপর সোমবার মিতুর মৃতদেহ রফিকুলের ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার পর রফিকুল পলাতক রয়েছে পটুয়াখালী সদর থানার ওসি মোঃ আখতার মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না। মিতুর স্বামী (রফিকুল) এখন পলাতক।
Leave a Reply