বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
দশমিনা প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। রোববার বিকেলে ওই উপজেলার বেতাগী সানকিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সানকিপুরের বিপুল দাস, তার স্ত্রী দিপালী রাণী ও ছেলে মিঠুন দাস।
বিপুল দাসের ভাই শিপলু দাস জানান, দীর্ঘদিন ধরে বাদল ধুপি নামে একজনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিলো। রোববার বিরোধপূর্ণ জমিতেই চেয়ারম্যানের মাধ্যমে সালিস করে আমিন দিয়ে জায়গা নির্ধারণ করে দেয়া হয়। এরপর সালিসকারীদের দেখানো জায়গায় বাড়ি নির্মাণের জন্য মাটি কাটা শুরু হয়। ওই সময় বাদল ধুপি ও তার বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে বিপুল, দিপালী ও মিঠুনের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
২ নম্বর বেতাগী সানকিপুর ইউপি চেয়ারম্যান মহিবুল আলম জানান, সালিস বৈঠকে মীমাংসার পরও মারামারি করা তাদের উচিত হয়নি। এখন এটা থানা-পুলিশ দেখবে।
দশমিনা থানার ওসি মো. জসিম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply