শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নৌকার রশি ছিঁড়ে মুহূর্তেই পরিণত হলো এক ফাঁসে, সেই ফাঁসে প্রাণ দিলেন এক নিরীহ জেলে। শুক্রবার বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
একটি নৌকাকে রশি দিয়ে বেঁধে আরেকটি নৌকা দিয়ে নদীতে নামানোর সময় ওই রশি ছিঁড়ে ফাঁসে পরিণত হয়। সেই ফাঁসে সমির উদ্দিন নামের এক জেলের মৃত্যু হয়। মৃত সমির উদ্দিন উপজেলার বুড়িরচর ইউপির কালিরচর গ্রামের রফিক উল্লাহর ছেলে।
হাতিয়া থানার ওসি মো.আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, বড় একটি নৌকাকে পাড়ের উপর থেকে অন্য একটি নৌকায় রশি বেঁধে মেঘনা নদীতে নামানোর সময় হঠাৎ ওই রশি ছিঁড়ে নৌকাতে থাকা সমিরের গলায় ফাঁস হয়ে জড়িয়ে পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। তার লাশ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply