বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
সুমন খান ,স্বরুপকাঠী প্রতিনিধি:
স্বরূপকাঠীতে নিজের পড়ালেখার খরচ যোগাতে গিয়ে মোঃ রিয়াজ উদ্দিন অয়ন নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অয়ন সরকারি স্বরূপকাঠি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। রোববার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানা গেছে উপজেলার দক্ষিন সোহাগদল গ্রামের চৌকিদারবাড়ির দরিদ্র মোঃ জহিরুল হক বাদলের ছেলে অয়ন পড়ালেখার পাশাপাশি তার খরচ যোগাতে প্রতিবেশি ছোবড়া ব্যাবসায়ী আব্দুল জলিল জমদ্দারের কারখানায় কাজ করত। শনিবার বিকেলে অয়ন কারখানায় ছোবড়া বস্তাভর্তি করার সময় অসাবধানতা বশত জলিলের ঘরে মিটারে দেয়া পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে চিৎকার দেয়। এসময় অন্যেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যুতের ওই সার্ভিস লাইনটির একাধীন ছেড়া স্থানে কসটেপ লাগানো রয়েছে। কারখানার মালিক জলিল অভিযোগ করেন বারবার পল্লী বিদ্যুতের লোকদের বলা স্বত্বেও তারা ওই তারটি পরিবর্তন করেনি। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ ডিজিএম সাইফুল আহম্মেদ বলেন সার্ভিস লাইনের সমস্যার ব্যাপারে গ্রাহকদের কাছ থেকে আমরা কোন লিখিত অভিযোগ পাইনি বলে এটা আমাদের জানা ছিলনা।
Leave a Reply