শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
নেছারাবাদে স্বরূপকাঠি টু বরিশাল মহাসড়কে অলংকারকাঠি এলাকায় মাহেন্দ্র ও পিকাপের পাশাপাশি সংঘর্ষে মাহেন্দ্রর ড্রাইভার ও যাত্রীসহ সাত জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর নাজমুল, মিজান(৩২), হাফিজুর রহমান(৩৫) নামে তিনজনকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। ওই তিনজনের মধ্যে মাহেন্দ্র ড্রাইভার মিজান ও যাত্রী হাফিজুর রহমানের অবস্থা বেশি আশংকাজনক রয়েছে। বুধবার দুপুরে অলংকারকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে নেছারাবাদ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘনায় ধুমড়ে মুচড়ে যাওয়া মাহেন্দ্র আটক করে থানায় নিয়েছেন। মাহেন্দ্রর সাথে সংঘর্ষিত পিকাপটি পালিয়ে যাওয়া কালে স্থানীয়রা আটক করেছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাযায়, ঘটনার দিন সকালে পাশ্ববর্তী ঝালকাঠি থেকে পিকাআপ গাড়ী করে অলংকারকাঠিতে ফুল চারা কিনতে আসছিল এক সরকারি কর্মকর্তার ড্রাইভার। গাড়ী চালাক অলংকারকাঠিতে অবস্থিত বিভিন্ন নার্সারী ঘুরে ঘুরে ফুল চারা কিনে গাড়ীতে লোড করার জন্য দুপুরের দিকে প্রস্তুতি নিচ্ছিল।
এসময় বরিশাল মেট্রো(থ-১১-০৪১৬) নামে মাহেন্দ্রটি অনেকটা দ্রুতবেগে বরিশাল থেকে যাত্রী নিয়ে স্বরূপকাঠির দিকে আসছিল। মাহেন্দ্রটি মহাসড়কের অলংকারকাঠির কোহিনূর নার্সারির কাছাকাছি আসলে পিকআপ ড্রাইভার কোন সংকেত না দিয়ে নিজ গাড়ী ঘুরাচ্ছিলেন। তখন দ্রুতবেগে ছুটে আসা মাহেন্দ্র ড্রাইভার মিজান মাহেন্দ্র নিয়ন্ত্রণ না করতে পেরে পিকআপের পাশে মেরে দেন।এতে মাহেন্দ্রটি ধুমড়েমুচড়ে গিয়ে ড্রাইভার সহ ভিতরে থাকা ছয় যাত্রী ওই ভয়াবহ দুর্ঘটনার শিকাড় হন। সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে ড্রাইভার সহ আহত যাত্রীদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার এদের মধ্যে তিনজনে অবস্থা খুবই গুরুতর বুঝে বরিশাল শেবাচিমে পাঠান। আহত বাকি চারজনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি নেন।নেছারাবাদ থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply