রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ সমাজের অসহায়, দুস্থ্য কিংবা নদী ভাঙ্গুলীদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিতে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার দরকার নেই। দরকার শুধু সদিচ্ছা ও সুন্দর মন মানসিকতার। আমরা দেখছি, সামাজিক সমস্যাগুলোর সমাধানে কিংবা দূর্যোগ মোকাবেলায় জনপ্রতিনিধিদের করনিয় শুধু ফটোসেশন পর্যন্ত সীমাবদ্ধ। ক্ষতিগ্রস্থদের মিষ্টি মধুর বাণী শুনিয়ে তারা চলে যান। মন্ত্রী মহদয়দের কাছে যে কোন বিষয়ে সুপারিসের জন্য গেলে দূর্গত, নদী ভাঙ্গুলীসহ যে কোন বিষয়ে আক্রান্তদের পক্ষে কোন আবেদন খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ ভুক্তভোগীদের শুধু কথার আশ্বাসই দেয়া হয় সরকারের কাছে তাদের পক্ষে কোন আবেদন দাখিল হয় না।
গতকাল সোমবার দুুুপুরে বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকায় নদী ভাঙ্গুলীদের খোঁজ খবর নিতে গিয়ে ক্ষতিগ্রস্থদের মানবেতর জীবন জ্বাপন দেখে আক্ষেপ করে এসব কথা বলেছেন জনতার সেবক কেন্দ্রীয় যুব মৈত্রীর সহ-সভাপতি আতিকুর রহমান আতিক। এ সময় তিনি ছোট ও বড় মীরগঞ্জ এলাকার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন। অপরদিকে বাবুগঞ্জের লোহালিয়া জামে মসজিদ ও বাবুগঞ্জ বাজার পুরাতন খেয়াঘাট জামে মসজিদে নগদ ১০ হাজার টাকার করে অর্থ সহায়তা প্রদান করেন। অর্থ সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টির জেলার সদস্য এনায়েত করিম ফারুক মাষ্টার, শাখা সম্পাদক এনায়েত করিম লিটু, কেন্দ্রীয় যুব মৈত্রীর সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান বাবুল, যুবলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাচ্চু, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগনিক সম্পাদক মোহাম্মদ আলী, জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রুবেল কাজী, আসাদুজ্জামান নূর, সাব্বির হোসেন (বড় মিয়া), যুবমৈত্রীর নেতা মোঃ গিয়াস উদ্দিন প্রমূখ।
Leave a Reply