সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন পূর্ণ প্রস্তুত। তিনি বলেছেন, “নির্বাচন ইস্যুতে আমাদের ওপর কোনো ব্লেম যেন না আসে, এজন্য আমরা আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি।”
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে শুধু সিইসি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দু’জন আলাদা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সিইসি বলেন, “এটা বিশেষ পরিস্থিতির নির্বাচন। প্রধান উপদেষ্টার চিঠি অনুযায়ী ফেব্রুয়ারির ভোটের পরিকল্পনা রয়েছে। রমজানের আগে ভোটের সম্ভাবনা থাকায় আমরা প্রস্তুতি জোরদার করেছি। ভোটের সময় যাতে কোনো টানাপড়েন বা গুজব নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে না পারে, আমরা তা নিয়ন্ত্রণে রাখছি।”
তিনি আরও বলেন, ভোটের সময় মব কালচার বা জনসমাগম তৈরির চেষ্টা হতে পারে। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় কমিশন ইতোমধ্যেই প্রস্তুত। এছাড়া, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
সিইসি উল্লেখ করেন, “গুজবকে গুরুত্ব না দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে। আমাদের লক্ষ্য ভোটারদের স্বচ্ছ ও নিরাপদ ভোট প্রদানে সহায়তা করা।” তিনি জানিয়েছেন, ঢাকা শহরের ভোটের সময় শহর খালি হয়ে যায়, তাই নির্বাচনের সময় কেউ সহজে মিথ্যা তথ্য তৈরি করতে পারবে না।
নির্বাচন কমিশনের এই প্রস্তুতি দেশ ও জনগণের জন্য স্বচ্ছ ও নিরাপদ ভোট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply