শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায়। এজন্য ইইউ নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তি (এমইউ) করার প্রস্তাব করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ইইউ প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘আমাদের কাছে একটি খসড়া সমঝোতা স্মারক এসেছে। এটি পর্যালোচনা করার পর চূড়ান্ত স্বাক্ষর করা হবে।’
তিনি জানান, পর্যবেক্ষকরা তফসিল ঘোষণার পর একসাথে আসবেন না, বিভিন্ন সময়ে ভাগ হয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। ইইউ প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভোট কেন্দ্রে প্রবেশাধিকার, গোপন কক্ষের তথ্য এবং ভোট গণনার সময় উপস্থিত থাকা।
ইসি সচিব বলেন, ‘এটি তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের অংশ। তাই আমাদের কাছে একটি খসড়া দেওয়া হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে এমন ত্রিপাক্ষিক সমঝোতার পূর্ব অভিজ্ঞতা তার জানা নেই।
পর্যবেক্ষকদের আগমনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের নিশ্চয়তা বৃদ্ধি পাবে। নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করতে প্রস্তুত।
বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ভোটের সকল পর্যায়ে নজর রাখবেন এবং ভোটের বৈধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Leave a Reply