বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ “সৎ, যোগ্য ও নিবেদিত প্রাণ শ্রমিক নেতা মোখলেছুর রহমানকে বাবুগঞ্জে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বাবুগঞ্জবাসী। জনগণের কল্যানে কাজের মানসিকতা সম্পন্ন নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে। ইতিমধ্যে তার প্রমান রেখেছেন বিভিন্ন কর্মকান্ডে। আমরা দেখেছি তার পরিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে অনেক আগেই থেকেই সচেষ্ট রয়েছেন”।গতকাল চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের উঁচাপোল নামক স্থানে এলাকাবাসীর নির্বাচনী প্রস্তুতি সভায় বক্তরা এসব কথা বলেন। বাবুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জেলা যুব শ্রমিক লীগের সভাপতি মোখলেচুর রহমানের পক্ষে আয়োজিত সভায় আলহাজ্ব মোঃ শাহাআলম রাঢ়ী এর সভাপতিত্বে ও মোঃ জালাল মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ হোসেন, সমাজসেবক মোঃ নূরে আলম চৌধুরী, মোঃ আলম মোল্লা, আব্দুল মন্নান, মোঃ আলী, ছাত্রলীগ নেতা মোঃ রাজিব হোসেন প্রমুখ। সভায় আওয়ামী, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের দুই শতাধীক নেতাকর্মীর উপস্থিতিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান রাঢ়ী বলেন রাজনৈতিক ও ব্যবসায়িক জীবনে মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি। বাকি জীবনটুকু মানুষের পাশে থেকে নিঃস্বার্থ ভাবে কাজ করে যেতে চাই এ ব্যাপারে সবার দোয়া ও সহযোগীতা কামনা করছি। এসময় তার এলাকার সাধারণ মানুষ তার নির্বাচনে তার পাশে থেকে তাকে জয়যুক্ত করার জন্য কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
Leave a Reply