সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান-বিপিএম (বার) বলেছেন, ‘তৃতীয় লিঙ্গদের সমাজ সহজভাবে মেনে গ্রহণ করে না বলেই অনিচ্ছা সত্ত্বেও জীবিকার তাগিদে তারা অগ্রহনযোগ্য কাজ করার চেষ্টা করে। মানুষ সৃষ্টির সেরা। নারী-পুরুষ-হিজরা সকলের সমান অধিকার। সকলেই এ দেশের সমান নাগরিক।
রোববার নগরীর সদর রোডস্থ হোটেল এরিনায় ইউএসএআইডি’র সহযোগিতায় ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার আয়োজিত ‘হিজরাদের নিয়ে পরামর্শক সভায়’ প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার সালেহ উদ্দিন,
সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার ও কাউনিয়া জোন) মো. আব্দুল হালিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফাইজুর রহমান। এছাড়া কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস্টেট এন্ড পিএমটি রুনা লায়লা।
অপরদিকে কোতয়ালী মডেল থানা পুলিশ আয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর মল্লিক প্রমুখ।
ভয়েস অব বরিশাল /আমিনুল ইসলাম
Leave a Reply