শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সাভারের আশুলিয়ায় নিজ বাসার পার্শ্ববর্তী একটি পুকুর থেকে এক নারী গার্মেন্ট শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মফিজুল পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার (২৮ জুন) বিকেলে আশুলিয়ার ধলপুর হাবুডাঙ্গা হ্যাচারীর মোড় এলাকার একটি পুকুরে থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহত রেবেকা বেগম (২৮) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সিকান্দি গ্রামের নবু শেখের মেয়ে। সে তার মা ও ১২ বছরের মেয়েকে নিয়ে আশুলিয়ার ধলপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টে কাজ করত। নিহতের স্বামী মফিজুলের বাড়ি রংপুর জেলায়।
নিহতের মেয়ে মুন্নী আক্তার জানায়, তার বাবা মফিজুল ঢাকার মিরপুরে থেকে বিভিন্ন এলাকায় লুঙ্গি বিক্রি করতো। তবে নানী ও সে তার মায়ের কাছে এখানে থাকত। বাবা মফিজুল শুধু মাঝে মধ্যে এখানে আসত। কিন্তু গত এক সপ্তাহ আগে বাবা মফিজুলকে মিরপুর থেকে আশুলিয়ায় তাদের বাসায় ডেকে আনে তার মা। ওই সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হলে বাবা মফিজুল আবার চলে যায়। এরপর শনিবার রাত ৯ টার দিকে তার মা বাবা মফিজুলের সাথে দেখা করার কথা বলে বেরিয়ে গেলেও আর ফেরেনি। পরে আজ বিকেলে পুলিশ বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মায়ের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জনান, স্থানীয়দের খবরে ধলপুর এলাকার একটি পুকুর থেকে রেবেকা আক্তার নামে এক নারী ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ জানা সম্ভব নয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Leave a Reply