রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটি পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের অনিয়ম, কাজ না করে বিল উত্তোলন, নিম্নমানের কাজ, অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. কামাল হোসেন এ তদন্ত কার্যক্রম শুরু করেন।
তদন্তকারী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, জেলা প্রশাসক অভিযোগ তদন্তের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। বৃহস্পতিবার সকালে পৌরসভায় সরেজমিনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
Leave a Reply