রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
জেলা প্রতিনিধি, ঝালকাঠি॥ বর্ষার মধ্যে স্কুলে আসার প্রবণতা বৃদ্ধি, মানসিক বিকাশ ও পড়াশোনায় ভালো ফলাফলে উদ্বুদ্ধকরণের লক্ষে ঝালকাঠির নলছিটিতে শিক্ষার্থীদের মধ্যে রঙ্গিন ছাতা বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব ছাতা বিতরণ করা হয়।
নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের নাচনমহল ইউনিয়ন শাখার উপদেষ্টা মো. আল আমিন ঢালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) মো.সাখাওয়াত হোসেন উদ্বোধক ও সংগঠনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন প্রধান
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি এম আলম খান কামাল, নাচনমহল ইউনিয়নের চেয়ারম্যান সেরাজুল ইসলাম সেলিম, নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব গোলাম মাওলা শান্ত, খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসা. মরিয়ম বেগম, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন আকন প্রমুখ।উপস্থিত ছিলেন নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বারেক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নান্নু তালুকদার, নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, শরিফুল ইসলাম পলাশ, সাইদুল ইসলাম, এস.আর সোহেল, খান মাইনউদ্দিন, ফয়সাল আমান,
পৌর শাখার আহ্বায়ক মো. মশিউর রহমান খান, সিদ্ধকাঠি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন, নাচনমহল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সাদ্দাম, কুলকাঠি ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. রাজু হাওলাদার, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. রাসেল মৃধা, সদস্য মো. নুরে আলম, শহিদুল ইসলাম, জুয়েল হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম খান শাকিল ও নাচনমহল ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. কামরুল হাসান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির একাধিক সদস্য এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন বলেন, শিশুদের উৎসাহ দিতেই আমার এ উদ্যোগ। আমরা ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি।কিন্তু অন্য কেউ একদিন বড় ধরনের উদ্যোগ নেবে এসব শিশুদের জন্য। এটাই আমার
কাম্য।
Leave a Reply