শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
একলাখ টাকা চাঁদা না পেয়ে ঝালকাঠির নলছিটিতে নাজিউর রহমান রনি (২৬) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার প্রতাপ গ্রামে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতর স্বজনরা জানায়, নাজিউর রহমান রনি স্থানীয় প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে চুকরির পাশাপাশি ডেকোরেটরের ব্যবসা করে। একই গ্রামের রব হাওলাদারের ছেলে রমিন হাওলাদার ও তাঁর সঙ্গীরা সম্প্রতি রনির কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে।
ব্যবসা করতে হলে রনিকে চাঁদা দিতে হবে, অন্যথায় ব্যবসা বন্ধ না করলে গুম ও খুনের হুমকি দিয়ে আসছিল তারা। টাকা না দেওয়ায় সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে রমিন ও তাঁর সঙ্গীরা গামছা দিয়ে চোখ বেঁধে ফেলে। তারা রনিকে লাঠি দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করে। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুঁটে এসে রনিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ করেছেন রনির বাবা আলাউদ্দিন হাওলাদার।
আহত নাজিউর রহমান রনি বলেন,আমি ডেকোরেটর ব্যবসা করে সফল হয়েছি। এটা সহ্য হচ্ছিল না রমিনের। সে আমার কাছে অনেক দিন ধরে একলাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমি টাকা না দেওয়ায় আমার চোখ বেধে মারধর করে। মাথায় রামদা দিয়ে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল রমিন ও তাঁর সহযোগিরা। আমাকে মেরে লাশ নদীতে ফেলে দিতেও চাইছিল। কিন্তু লোকজন এসে আমাকে উদ্ধার করায়, আমি বেঁচে গেছে। নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply