রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে ইউনিয়ন পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক ‘উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তিরা এবং স্টেকহোল্ডাররা অংশ নেয়।
আলোচনায় সকল স্তরের স্টেকহোল্ডারদের নদী রক্ষায় এগিয়ে আশার জন্য আহ্বান জানানো হয়। এসময় অবৈধ দখল উদ্ধার, নদী দূষণ রোধ এবং নদী ব্যবহারকারীদেরকে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করা হয়।
দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসাইন বাবুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রোগ্রাম অফিসার মোখলেসুর রহমান, তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন শাহীন প্রমুখ। ইউনিয়ন চাইল্ড একাডেমির অধ্যক্ষ জসিম উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
Leave a Reply